'ঢাকা সিটির ভোট বানচাল সরকার ও ইসির যৌথ প্রযোজনা'

রুহুল কবির রিজভীI -ফাইল ছবি

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী

'ঢাকা সিটির ভোট বানচাল সরকার ও ইসির যৌথ প্রযোজনা'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন পূর্বপরিকল্পিত নীলনকশা অনুযায়ী বানচাল করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বুধবার দুপু‌রে রাজধানীর নয়াপল্টনে বিএন‌পির কেন্দ্রীয় কার্যাল‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে তিনি এ অভিযোগ করেন।

পৃথক দুটি রিটের কারণে বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের শূন্যপদে উপনির্বাচন ও সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

রিজভী বলেন, ‘নির্বাচন কমিশনের ত্রুটিপূর্ণ তফসিলের কারণেই সংক্ষুব্ধরা রিট করার সুযোগ পেয়েছেন।

আমরা বারবার বলে আসছি, নির্বাচন নিয়ে বর্তমান সিইসি আওয়ামী লীগের মাস্টারপ্ল্যানেরই অংশ। ডিএনসিসিসহ ঢাকা সিটিতে যদি সুষ্ঠু ভোট হয়, তা হলে ক্ষমতাসীনদের ভরাডুবি হবে, এটি সরকারি দল নিশ্চিত জানে।  

নির্বাচন স্থগিতের নির্দেশের পেছনে সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) ‘পূর্বপরিকল্পনা’ রয়েছে বলে দাবি করেন এ বিএনপি নেতা।

তিনি বলেন, ‘মূলত ডিএনসিসি নির্বাচন বানচাল করা পূর্বপরিকল্পিত নীলনকশা।

এটি সরকার ও নির্বাচন কমিশনের যৌথ প্রযোজনা’।

সম্পর্কিত খবর