শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে দূতাবাসের বিজয় দিবস উদযাপন

শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে দূতাবাসের বিজয় দিবস উদযাপন

মোহাম্মদ আল-আমিন, সৌদি আরব প্রতিনিধি

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত বাংলাদেশি শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বিজয় দিবসের তাৎপর্য ও সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের নিয়ে আলোচনা ও নাট্যানুষ্ঠানের আয়োজন করে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস।

রিয়াদের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শতাধিক বাংলাদেশি শিক্ষক-শিক্ষার্থী নিয়ে দূতাবাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা ও নাট্যানুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত গোলাম মসীহ।

দূতাবাসের মিনিস্টার ও কার্যালয় প্রধান ড. ফরিদ উদ্দিন আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন- দূতাবাসের মিশন উপপ্রধান ড. নজরুল ইসলাম ও মিনিস্টার এসএম আনিসুল হক।

প্রতিরক্ষা উপদেষ্ঠা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাঈদ সিদ্দিকী, শ্রম কল্যাণ কাউন্সিলর মো. মেহেদী হাসান, কাউন্সিলর মো. আসাদুজ্জামান, প্রথম সচিব প্রেস মো. ফখরুল ইসলাম, প্রথম সচিব বেলাল হোসেন, সোনালী ব্যাংকের এজিএম জসিম উদ্দিন সহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের পরিবেশনায় রাশেদ আল করিম সজিবের রচনা ও সারোয়ার জাহান সিদ্দিকীর পরিচালনায় ‘রেমিট্যান্স যোদ্ধা’ নাটক মঞ্চস্থ হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)