সৌদিতে মেয়াদোত্তীর্ণ ইকামাধারীদের জন্য সুখবর

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ইকামাধারীদের জন্য সুখবর

মেয়াদোত্তীর্ণ ইকামাধারীরা দেশে ফিরবে জেল-জরিমানা ছাড়াই
মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব প্রতিনিধি

সৌদি আরবে বিভিন্ন কোম্পানী এবং ইস্টাবলিস্ট প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বা আছেন, কিন্তু ইকামা বা রেসিডেন্ট পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে এবং নিয়োগদাতা প্রতিষ্ঠান সেটি নবায়ন করে দিচ্ছে না এমন বাংলাদেশিরা জেল-জরিমানা ছাড়াই দেশে ফেরত যেতে পারবেন।  

দূতাবাসের কাউন্সেলর স্থানীয় আসাদুজ্জামান এবং আইন বিষয়ক সহকারী কর্মকর্তা ফয়সাল আহমেদ রবি ও সোমবার পুর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামের সিকো এলাকায় আবেদন গ্রহণ করেছেন।

প্রথম দুই দিনে শতাধিক আবেদন পাওয়া গেছে। আগামী বুধ ও বৃহস্পতিবার খোবার এলাকায় আবেদন গ্রহণ করবে এই টিম।

এদিকে বাংলাদেশ দূতাবাস রিয়াদের শ্রম কল্যাণ উইং এর কাউন্সেলর মো. মেহেদী হাসান জানিয়েছেন- দুতাবাসের শ্রম শাখাও অনুরূপ কার্যক্রম পরিচালনা করছে।

দেশে ফেরত যেতে আগ্রহীদের আবেদন গ্রহণ করে সেটি সংশ্লিষ্ট লেবার অফিসে জমা দেবে দুতাবাস কর্মকর্তারা। লেবার অফিস ছাড়পত্র দিলেই তারা উড়োজাহাজের টিকিট কেটে দেশে যেতে পারবেন।

প্রতিটি কর্মদিবসে প্রবাসীরা দুতাবাসে হাজির হয়ে এই আবেদন জমা দিতে পারবেন বলেও জানিয়েছেন মেহেদী হাসান।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)