লুঙ্গি পরে রাস্তায় প্রতিবাদ মিছিল করলেন তৃণমূল নেতারা

লুঙ্গি পরে রাস্তায় প্রতিবাদ মিছিল করলেন তৃণমূল নেতারা

অনলাইন ডেস্ক

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরোধিতায় লুঙ্গি পরে রাস্তায় প্রতিবাদ মিছিল করেছেন তৃণমূল নেতারা। কোচবিহারের দিনহাটায় সোমবার লুঙ্গি পরে শহর প্রদক্ষিণ করেন তারা। এই মিছিলের নেতৃত্বে ছিলেন স্থানীয় বিধান সভার সদস্য উদয়ন গুহ।  

উদয়ন গুহ বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন সিএএ-এর বিরোধিতায় তাণ্ডবকারী কারা তা পোশাক দেখলেই চেনা সম্ভব।

তাই আমরা লুঙ্গি পরে রাস্তায় নেমেছি। ’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী, আমরা কে কোন সম্প্রদায়ের এবার চিহ্নিত করে দেখান পারলে! আমাদের কে হিন্দু, কে মুসলমান- বলুন দেখি নরেন্দ্র মোদি। পোশাক কখনও কোনো সম্প্রদায়ের পরিচয় হতেই পারে না। বিজেপি এসব বলে ভারতে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করতে চাইছে।
’ 

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ