‘মানসিক চাপে’ মালয়েশিয়ায় তরুণের ‘আত্মহত্যা’

‘মানসিক চাপে’ মালয়েশিয়ায় তরুণের ‘আত্মহত্যা’

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় এক বাংলাদেশি গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম মো. মোকারম মিয়া (২২)।

গত শনিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ সময় সাড়ে বিকেল চারটায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে তার পারিবার।

পরে খবর পেয়ে মালয়েশিয়ান পুলিশ গিয়ে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।

নিহত মোকারম নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের পূর্বহরিপুর গ্রামের মো. সিদ্দিক মিয়ার ছেলে।

তিনি মালয়েশিয়ায় একটি কম্পানিতে পরিচ্ছন্নতা কর্মী হিসাবে কাজ করতেন।

নিহতের পরিবার জানায়, মোকারম বেলাব উপজেলার এক দালালের মাধ্যমে আড়াই বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমায়। সেখানে তিনি একটি কোম্পানিতে অল্প বেতনে চাকরি করতেন।

ছয় মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে একই ইউনিয়নের মতিউর নগর গ্রামে তাকে বিয়ে করান স্বজনরা।

সাম্প্রতি তিনি অসুস্থ হয়ে চিকিৎসা বাবদ একই ইউনিয়নের মুছাপুর গ্রামের প্রবাসী হাবিবুল্লাহর কাছ থেকে ৬০ হাজার টাকা ধার নেন। নির্ধারিত সময়ে তিনি দেনার টাকা পরিশোধে ব্যর্থ হন। তার ওপর মানসিক চাপ প্রয়োগ করতে থাকেন হাবিবুল্লাহ। এক পর্যায়ে তিনি মোকারমের বেতনের টাকা উত্তোলনের কার্ডটিও ছিনিয়ে নেন। এ ঘটনার ১৫ দিন পর গত শনিবার সিলিং ফ্যানের সঙ্গে মোকারমকে ঝুলন্ত দেখেন তার সহকর্মীরা। পরে মালয়েশিয়ান পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ ব্যাপারে সিদ্দিক মিয়া জানান, শুক্রবার দুপুরে মোবাইলে ছেলের সঙ্গে তার শেষ কথা হয়। তখন মোকারম তার বাবাকে দ্রুত হাবিবুল্লাহকে ৬০ হাজার টাকা জোগাড় করে দিতে বলেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর