কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫

অনলাইন ডেস্ক

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের লালন শাহ সেতু সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে নিশিচ করেন কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা।

নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী মেজবাউল আলম (৩০), তাঁর মা মাহমুদা খাতুন (৫৫), স্ত্রী শিরিন সুলতানা (২৫) ও আট মাস বয়সী ছেলে ইব্রাহিম মিহাত।

নিহত অটোরিকশা চালকের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সোমবার বিকেলে একটি সিএনজিচালিত অটোরিকশা ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। এ সময় ঈশ্বরদী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।

ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত শিশুটিকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়।

আর বাকি দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান। শিশুটির মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দুজনের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।

দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক পলাতক আছেন বলে জানিয়েছেন কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশের কর্মকর্তা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর