টরন্টোয় সড়কে দুই ছাত্র নিহত, চালকের জামিন নামঞ্জুর

টরন্টোয় সড়কে দুই ছাত্র নিহত, চালকের জামিন নামঞ্জুর

অনলাইন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় সাধারণত আসামির জামিন মঞ্জুর হয়। কিন্তু টরন্টোয় ঘটল ব্যতিক্রমী ঘটনা। মাইকেল জ্যাকসন নামে ৪০ বছর বয়সী এক ব্যক্তির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

তার জামিন নামঞ্জুরের ব্যাপারে বিচারক বলেন, গাড়িও কখনো কখনো ’মারাত্মক অস্ত্র’ হয়ে উঠতে পারে।

এজন্য অভিযুক্তকে কারাগারে যাওয়াই সমীচীন।

বিচারক আরও বলেন, যেখানে চালক মদ্যপ অবস্থায় ছিল এবং দুর্ঘটনায় দুজনের মৃত্যু ঘটেছে। সেখানে জামিনের ব্যাপারে বিবেচনা করা মোটেই সুবিবেচনাপ্রসূত হবে না।

রোববার সন্ধ্যায় সেন্টেনিয়াল কলেজ সংলগ্ন প্রগ্রেস এভেনিউ ও মারখাম রোয ইন্টারসেকশনে নিয়ন্ত্রণ হারিয়ে সাইড ওয়াকে থাকা তিন পথচারীকে চাপা দেয়।

এতে দুজন নিহত হন। আহত হন একজন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতরা সেন্টেনিয়াল কলেজে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থী।

সোমবার সন্ধ্যায় অভিযুক্ত গাড়ি চালক মাইকেলকে স্কারবোরো আদালতে হাজির করা হলে তার জামিনের জন্য দীর্ঘ শুনানি হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর