দিনাজপুরের তাপমাত্রা ৬.৮

দিনাজপুরের তাপমাত্রা ৬.৮

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের তথ্য মতে গতকাল সোমবার তাপমাত্রা ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ প্রায় ৫ডিগ্রি সেলসিয়াস কমে সকাল ৯টায় এই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।

এদিকে একদিনের ব্যবধানে হঠাৎ করে শীত নামায় খেটে খাওয়া মানুষেরা পড়েছে বিপাকে।

ভোর পর্যন্ত ঘন
কুয়াশা লক্ষ করা গেলেও সকালে সূর্যের মুখ দেখা যাওয়ায় জনজীবনে ভোগান্তি কিছুটা কমেছে। শীত উপেক্ষা করেই মানুষ ছুটছে কাজের সন্ধানে।

জেলা প্রশাসকের তথ্য মতে, সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত লক্ষাধিক কম্বল বিতরণ করা হয়েছে। তবে আরো এক লাখ কম্বলের জন্য চাহিদা দেওয়া হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর