‘ঘুমাতে ও খেতে পারছে না আরিফুল, বমি করেছে’

অনলাইন ডেস্ক

ডাকসু কার্যালয়ে হামলাকারীদের গ্রেপ্তার না করলে লাগাতার আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেনসাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ ফোরামের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান।

বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, ছাত্রলীগ নেতা সঞ্জিব ও সাদ্দামের নেতৃত্বেই ডাকসু কার্যালয়ে হামলা হয়েছে। হামলার ঘটনায় সিসি টিভির ফুটেজ ধ্বংস করেছে ঢাবি প্রশাসন।

রাশেদ খান বলেন, নুর মাঝেমধ্যে বমি করছেন। তার হাতে ও কোমরে প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছেন রাত্রে ঘুমাতে পারছেন না সংগঠনের যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম।

‘তার দু’চোখে প্রচণ্ড আঘাত করা হয়। তার অবস্থা গুরুতর।

এছাড়া তার হাতে ও কোমরে প্রচণ্ড আঘাত রয়েছে। সে ঘুমাতে পারছে না। কিছু খেতেও পারছে না। বমি করে ফেলছে। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর