কারাগারে বন্দী বন্ধুকে দেখতে গিয়ে ২ ছাত্রলীগ নেতা নিহত

কারাগারে বন্দী বন্ধুকে দেখতে গিয়ে ২ ছাত্রলীগ নেতা নিহত

অনলাইন ডেস্ক

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী বন্ধুকে দেখতে গিয়ে লাশ হলেন দুই ছাত্রলীগ নেতা। জানা গেছে, ট্রাকের ধাক্কায় তারা নিহত হন। নিহত দুই ছাতলীগ নেতা হলেন- মো. রাব্বি (২৪) ও মো. রাসেল (২৩)।

বুধবার বিকেল ৩টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিতদের লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।  

নিহত রাব্বি রাজধানীর দক্ষিণ মুগদা এলাকার আ. খালেকের ছেলে এবং রাসেল একই এলাকার মো. সিরাজের ছেলে।  

রাব্বি হাবিবুল্লাহ বাহার কলেজের অর্থনীতি তৃতীয় বর্ষের ছাত্র ও মুগদা থানাধীন ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নিহত রাসেল আবুজর গিফারী কলেজের চতুর্থ বর্ষের ছাত্র এবং একই ওয়ার্ডের ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন।

নিহতদের বন্ধু তুহিন জানান, দক্ষিণ মুগদা থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দী এক বন্ধুকে দেখতে মোটরসাইকেল নিয়ে রওনা দেন রাব্বি ও রাসেল। পরে কেরানীগঞ্জে তেঘরিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তারা।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাশির উদ্দিন জানান, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ট্রাকটি সড়কে ফেলে চালক পালিয়ে গেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর