ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার হলেন জাপানের এমপি

ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার হলেন জাপানের এমপি

অনলাইন ডেস্ক

জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) এক সংসদ সদস্য ক্যাসিনোকাণ্ডে ফেঁসে গেলেন। জুয়াড়ি চক্রের কাছ থেকে প্রায় ৩৪ হাজার মার্কিন ডলার ঘুষ গ্রহণের সন্দেহে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। গত অক্টোবর পর্যন্ত ক্যাসিনো নিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজে আবের সরকারের নেওয়া পদক্ষেপের একজন নীতিনির্ধারক ছিলেন গ্রেপ্তারকৃত ৪৮ বছর বয়সী তুকাসা আকিমতো।

একটি জুয়াড়ি চক্রের তিন ব্যক্তি ক্যাসিনো ক্লাব খোলার জন্য এই এমপিকে টাকা দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।

ওই তিনজনকেও গ্রেপ্তার করা হয়েছে। ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকার কথা পুরোপুরি অস্বীকার করেছেন গ্রেপ্তারকৃত তুকাসা। তার ভাষ্যমতে, কাউকেই এ ব্যাপারে সুবিধা দেননি তিনি। তুকাসা গ্রেপ্তারের পরপরই একই ঘটনায় আরেক সরকারদলীয় এমপি তাকাকি সিরাসুকাকে পুলিশ খুঁজতে শুরু করেছে বলে জানায় জাপানের সংবাদ মাধ্যমগুলো।
  

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ