‘দুর্নীতিবাজরা পাকিস্তান আমলে বেরিয়ে যেতো, এখনও যায়’

‘দুর্নীতিবাজরা পাকিস্তান আমলে বেরিয়ে যেতো, এখনও যায়’

বোরহান উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, আইন প্রয়োগের সময় আইনের ফাঁকফোকর গলিয়ে অপরাধীরা পার পেয়ে যায়। এটা শুধু এ সরকারের সময় নয়; দুর্নীতিবাজরা বৃটিশ আমলে পাকিস্তান আমলেও বেরিয়ে যেতো, এখনো যায়।

তিনি বলেন, দুর্নীতির দায় থেকে বেরিয়ে যাওয়া গ্রহণযোগ্য নয়, এটা বন্ধ করতে হবে। দুর্নীতি বন্ধ করার জন্য আমরা আইন-কানুন সংস্কার করছি।

গতি বাড়াচ্ছি।

‘আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। দুর্নীতি একবারে দমন করা দুরূহ কাজ। এ কাজে পদে পদে বাধাগ্রস্ত হচ্ছি।

তবে আমরা পরাজিত নাই। দুর্নীতি কমানো যাচ্ছে বলেই অর্থনীতিতে সাড়ে আট ভাগ প্রবৃদ্ধি অর্জন করা গেছে। এতোসব দুর্নীতির পরও আমাদের মাথাপিছু আয় বেড়েছে। ’

বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবনির্মিত কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা
বলেন।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান, মেয়র নাদের বখত, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট চাঁন মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল কালাম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর