ঘড়ি কিনে লাখোপতি!

প্রতীকী ছবি

ঘড়ি কিনে লাখোপতি!

অনলাইন ডেস্ক

ঘটনাটি জার্মানির। লোয়ার স্যাক্সনি রাজ্যের আউরিশ শহরের খোলা বাজার থেকে ছয় মাস আগে সস্তায় একটি ঘড়ি কেনেন এক জার্মান নাগরিক।   বাসায় গিয়ে ঘড়িটি খুলে তো ওই ব্যক্তির ভিরমি খাওয়ার জোগাড়। দেখেন ঘড়ির কাঠের প্যানেলের ভেতর ডয়েচমার্কের (পুরনো জার্মান মুদ্রার নোট) এক গাদা নোট।

গুনে দেখেন সবমিলিয়ে ৫০ হাজার।  

তবে পেয়েই খুশিতে লাফ দেননি তিনি। সততা থেকে ঘড়িতে পাওয়া মার্কগুলো নিয়ে তিনি যান স্থানীয় সরকারি ‘লস্ট অ্যান্ড ফাউন্ড' অফিসে। সেখানে ছয় মাস ধরে এটি রাখা হয়।

কিন্তু এ সময়ে কেউ এর মালিকানা দাবি করেননি। তাই আইনগতভাবে অর্থের মালিক বনে যান ওই ব্যক্তি৷ কিন্তু, এই নোট বাজারে এখন অচল। ইউরো চালু হবার আগে ডয়েচমার্কই জার্মানির মুদ্রা ছিল। ২০০১ সালে এটি বন্ধ হয়ে যায়। তাই এগুলো দিয়ে বাজারে গিয়ে তিনি কিছু কিনতে পারেননি। তবে ব্যাংকে গিয়ে নোটগুলো জমা দিয়ে পেয়ে যান সমমূল্যের ইউরো। ২০০১ সালে ইউরো ও ডয়েচমার্কের যে বিনিময়মূল্য ছিল (১ ইউরো =১.৯৫৫ মার্ক), সে হিসেবে ২৫ হাজার পাঁচশ ইউরো ( প্রায় ২৪ লাখ টাকা) পেয়েছেন তিনি। অবশ্য অর্থ পেতে তাঁকে প্রায় ৫৫ হাজার টাকা আউরিশ শহর কর্তৃপক্ষকে ফি দিতে হয়েছে।

এই রকম আরও টপিক