‘গো-কন্যা’দের বিয়ে করবে বিদেশি ষাঁড়!

‘গো-কন্যা’দের বিয়ে করবে বিদেশি ষাঁড়!

অনলাইন ডেস্ক

গো-কন্যাদের বিয়ে দেওয়ার তোড়জোড় শুরু করে ১৬ প্রজাতির দুশটি ষাঁড়ের খোঁজ পেয়েছে ভারতের মধ্যপ্রদেশ সরকার।

দেশটির মধ্যপ্রদেশের অ্যানিমাল হাসব্যানড্রি দপ্তর জানায়, কৃষকরাই নিজেদের পোষ্য গরুর জন্য বিবাহযোগ্য পাত্র অর্থাৎ ষাঁড় খুঁজে নিতে পারবেন। বিবাহযোগ্য ষাঁড়ের তালিকা সাজিয়ে রাখার জন্য একটি ওয়েবসাইটও খোলা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, যে ষাঁড় বেছে নেওয়া হয়েছে, তাদের ছবিসহ তথ্য সংগ্রহ করা হয়েছে।

তথ্য দেখেই কৃষকরা ঠিক করবে, তাদের পোষ্য ‌‘গো-কন্যা’দের জন্য কোনো পাত্র উপযুক্ত। বেশিরভাগ ষাঁড়ই নাকি বিদেশি।

মধ্যপ্রদেশ পশুপালন ও পোল্ট্রি উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তা ড.‌ এইচবিএস ভাদুরিয়া জানান, ‌১৬ প্রজাতির দুশটি ষাঁড়ের সিমেন সংগ্রহ করা হয়েছে। ওয়েবসাইটে সব তথ্য দেওয়া আছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর