দিনাজপুরে মেঘলা আকাশের সাথে কনকনে ঠাণ্ডা

দিনাজপুরে মেঘলা আকাশের সাথে কনকনে ঠাণ্ডা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে মেঘলা আকাশের সাথে কনকনে শীত আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত। এতে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। গত কয়েকদিনের কনকনে শীতের দাপটে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে কয়েক গুণে। তার উপর চলছে মৃদু বাতাসও।

 

চলতি সপ্তাহে ৬ থেকে ১০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা ওঠা নামা করেছে। আজ শুক্রবার দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রী সেলসিয়াস। দেশের বিভিন্ন অঞ্চলে হওয়া গুড়ি গুড়ি বৃষ্টির প্রভাবে আকাশ বেশ মেঘলা রয়েছে। ফলে সারাদিনই প্রায় সূর্যের দেখা মিলছেনা।

এদিকে ঘন কুয়াশা ও মৃদু বাতাসের কারণে শ্রমজীবি মানুষজনের কর্মক্ষেত্রে যেতে বেশ বেগ পেতে হচ্ছে। স্বাভাবিক দিনের তুলনায় রাস্তাঘাটে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো কম।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ