‘এটাই পাকিস্তানের আসল চেহারা’

‘এটাই পাকিস্তানের আসল চেহারা’

অনলাইন ডেস্ক

দানিশ কানেরিয়াকে নিয়ে পাকিস্তান ক্রিকেটে ঝড় তুলেছেন শোয়েব আখতার। এর মাঝে আবার আগুনে ঘি ঢেলে দিয়েছেন ভারতের সাবেক ওপেনার এবং বর্তমানে রাজনীতিবিদ গৌতম গম্ভীর। বলেছেন, কানেরিয়ার ঘটনাই ‘পাকিস্তানের আসল চেহারা। ’

এর আগে একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে কিংবদন্তি পাক পেসার শোয়েব আখতার জানিয়েছেন, কানেরিয়া হিন্দু হওয়ায় তাঁর সঙ্গে খেতে চাইতেন না পাকিস্তান জাতীয় দলের কিছু ক্রিকেটার।

পিটিভি স্পোর্টসের এক অনুষ্ঠানে শোয়েব এ কথা জানানোর পর তা স্বীকার করেন কানেরিয়া।

৬১ টেস্টে ২৬১ উইকেট নেওয়া এ লেগ স্পিনার ইংল্যান্ডে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানোর পর থেকে আর সুযোগ পাননি পাকিস্তান জাতীয় দলে।

কানেরিয়ার এ ঘটনা প্রসঙ্গে গৌতম বলেন, ‘এটাই পাকিস্তানের আসল চেহারা। আমরা মোহাম্মদ আজহারউদ্দিনকে অধিনায়ক হিসেবে পেয়েছি, যিনি ৮০-৯০ টেস্টে নেতৃত্ব দিয়েছেন।

কিন্তু এটাই পাকিস্তানের বাস্তব অবস্থা। ইমরান খানের মতো ক্রীড়াব্যক্তিত্ব তাদের প্রধানমন্ত্রী কিন্তু তারপরও এসবের মধ্য দিয়ে যেতে হয়। ’

দানিস কানেরিয়া বলেন, ‘খেলোয়াড়ি জীবনে এ নিয়ে কথা বলার সাহস ছিল না। তবে শোয়েব ভাইয়ের মন্তব্যের পর হয়েছে। যারা আমাকে সমর্থন দেয়নি দ্রুতই তাদের নাম জনসম্মুখে প্রকাশ করব। ’

পাকিস্তান জাতীয় দলে খেলা দ্বিতীয় হিন্দু ক্রিকেটার কানেরিয়া। তাঁর মামা অনিল দালপুত ছিলেন পাকিস্তান দলে খেলা প্রথম হিন্দু ক্রিকেটার।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর