ইরান, চীন ও রাশিয়ার যৌথ নৌমহড়া শুরু হলো

ইরান, চীন ও রাশিয়ার যৌথ নৌমহড়া শুরু হলো

অনলাইন ডেস্ক

ইরান, রাশিয়া ও চীন ভারত মহাসাগর ও ওমান উপসাগরে যৌথ নৌমহড়া শুরু করেছে। তিন দেশের নৌবাহিনী শুক্রবার সকালে ‘মেরিন সিকিউরিটি বেল্ট’ নামের চার দিনের ওই মহড়া শুরু করে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।  

ইরানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল হোসাইন খানজাদি বলেছেন, ওমান উপসাগরের চাহাবাহার বন্দর থেকে যৌথ নৌমহড়া শুরু করা হয়েছে।

আঞ্চলিক নৌ-পথের সুরক্ষা নিশ্চিত করতে এই মহড়া শুরু হয়। ‘মেরিন সিক্যুরিটি বেল্ট’ নামের এ মহড়ার মূল প্রতিপাদ্য হচ্ছে ‘সার্বিক সহযোগিতা ও ঐক্যের ছায়াতলে শান্তি, বন্ধুত্ব এবং টেকসই নিরাপত্তা। মহড়ায় আগুন লেগে যাওয়া জাহাজ উদ্ধার, জলদস্যুদের হাতে আটক জাহাজকে মুক্ত করা এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানাসহ নানাধরনের ট্যাকটিক্যাল অনুশীলন করা হয়েছে এরই মধ্যে।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ