নামমাত্র বুকিং মানি ও সহজ কিস্তিতে প্লট দিচ্ছে বসুন্ধরা

নামমাত্র বুকিং মানি ও সহজ কিস্তিতে প্লট দিচ্ছে বসুন্ধরা

অনলাইন ডেস্ক

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উইন্টার ফেয়ার উপলক্ষে কাঠা প্রতি ১০ লাখ টাকায় রাজধানীর বসুন্ধরা-বারিধারায় প্লট দিচ্ছে দেশের অন্যতম রিয়েল এস্টেট কোম্পানি বসুন্ধরা হাউজিং।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসুন্ধরা গ্রুপের ইস্ট-ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড স্টলের কর্মকর্তারা এ তথ্য জানান।  

মেলায় বসুন্ধরা স্টলের কর্মকর্তারা জানান, প্রতি কাঠা ১০ লাখ টাকা হিসাবে মাত্র এক লাখ টাকা বুকিং মানি দিয়ে ৬০ মাসের কিস্তিতে, পাঁচ কাঠার প্লট কেনার সুবিধা দিচ্ছে বসুন্ধরা। এ ছাড়া তিন, চার ও পাঁচ কাঠার প্লট ১৫ লাখ টাকায় ৫০ মাসের কিস্তিতে কেনার সুবিধাও রয়েছে।

ইস্ট-ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস) মো. জাহিরউজ্জামান জাহির বলেন, বসুন্ধরা বাংলাদেশের একটি স্বনামধন্য কোম্পানি, তাই দর্শনার্থীদের চাহিদা বেশি। ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে আমরা বিভিন্ন দামে দীর্ঘমেয়াদি কিস্তিতে সাশ্রয়ী মূল্যে প্লট বিক্রি করছি।

এবারের মেলায় মোট ১৬০টি প্রতিষ্ঠানের ২৩০টি স্টল রয়েছে। এর মধ্যে বিল্ডিং ম্যাটেরিয়ালস কোম্পানির ৩০টি, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ১৪টি ও বাকি ১১৬টি রয়েছে রিয়েল এস্টেট কোম্পানির স্টল।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর