ফের অনশনে পাটকল শ্রমিকরা
১১ দফা দাবিতে

ফের অনশনে পাটকল শ্রমিকরা

সামছুজ্জামান শাহীন, খুলনা থেকে

মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে আগামীকাল (রোববার) দুপুর দুটা থেকে খুলনার বিআইডিসি রোডে আবারো আমরণ অনশন কর্মসূচি শুরু করছে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। শনিবার নয়টি পাটকলের গেট সভায় পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের নেতারা এ কর্মসূচি ঘোষণা দেন।

এর আগে ১০ ডিসেম্বর থেকে একই দাবিতে টানা চারদিন অনশন কর্মসূচি পালন করে শ্রমিকরা।

এদিকে চলমান সংকট সমাধানে শ্রম প্রতিমন্ত্রীর আশ্বাসের পর গত ১৫ ডিসেম্বর বিজেএমসিতে ও ২৬ ডিসেম্বর শ্রম মন্ত্রণালয়ে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে কোনো সমাধান হয়নি।

ফলে দাবি আদায়ে আবারো আন্দোলনের ডাক দেয় সংগ্রাম পরিষদের নেতারা।

জানা যায়, বর্তমানে খুলনার রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলে কর্মরত ৩০ হাজার শ্রমিককের ৪ থেকে ৬ সপ্তাহের মজুরি এবং কর্মকর্তা-কর্মচারীদের ২ মাসের বেতন বকেয়া রয়েছে। সব মিলিয়ে বকেয়া পাওনা ৪০-৪৫ কোটি টাকা।

এছাড়া কয়েকদফা মজুরি কমিশন বাস্তবায়নের আশ্বাস দিয়েও তা’ বাস্তবায়ন করা হয়নি।

ন্যায্য মজুরি-বেতন না পেয়ে শ্রমিক-কর্মচারিরা মানবেতর জীবন-যাপন করছেন।

সংগঠনের যুগ্ম সম্পাদক মো. মুরাদ হোসেন বলেন, পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ, মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে পাটকল শ্রমিকরা আন্দোলন করছেন। খুলনায় ১০ ডিসেম্বর থেকে অনশনে প্লাটিনাম জুট মিলের একজন শ্রমিক মারা যায়। পরে অসুস্থ হয়ে হাসপাতালে আরেকজন শ্রমিকের মৃত্যু হয়েছে। তারপরও দাবি পূরণে সরকার কোনো উদ্যোগ নেয়নি।

এ কারণে শ্রমিকরা আবারো রাজপথে আন্দোলনের কর্মসূচি দিয়েছে। গতকাল কর্মসূচি ঘোষণাকালে গেট পথ সভায় বক্তৃতা করেন পাটকল শ্রমিক নেতা সোহরাব হোসেন, শাহানা সারমিন, হুমায়ুন কবির প্রমুখ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)