৪০ হিন্দু যুবকের পাহারায় মুসলিম মেয়ের বিয়ে

৪০ হিন্দু যুবকের পাহারায় মুসলিম মেয়ের বিয়ে

অনলাইন ডেস্ক

নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে উত্তাল ভারত। এর মাঝেই প্রতিবেশী হিন্দু সম্প্রদায়ের প্রহরায় মুসলিম কন্যার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

উত্তর ভারতের একটি মুসলমান পরিবার জানিয়েছে, প্রতিবেশী সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের প্রহরায় তারা নিজেদের কন্যার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে সক্ষম হয়েছেন। সহিংসতার কারণে অনুষ্ঠান পণ্ড হতে ধরেছিল বলে জানায় পরিবারটি।

রয়টার্সকে ওয়াজিদ ফজল বলেন, তার ভাগনি জিনাতের বিয়ে ঠিক হয়। কিন্তু সহিংসতার কারণে অনুষ্ঠান পণ্ড হতে যাচ্ছিল। কাজেই বিয়ের নিয়ে উভয়সংকটে পড়ে গিয়েছিলাম।

কিন্তু হিন্দু প্রতিবেশীরা তাদের সহায়তার হাত বাড়িয়ে দেন।

যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। এজন্য তারা অনুষ্ঠান পাহারার ঘোষণা দেন।

‘রাতে ভাগনিকে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত অন্তত ৪০ হিন্দু ভাই আমাদের বাড়িতে ছিলেন। যা কখনো ভুলবার নয় বলেও মন্তব্য করেন তিনি।

ভারতের ২০ কোটি মুসলমানকে কোণঠাসা করতে নতুন আইনপ্রণয়ন করেছে হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি সরকার।

এতে ভারতজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হলে এখন পর্যন্ত পুলিশি নৃশংসতায় ২৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)