‘ত্রুটিমুক্ত নির্বাচনের জন্যই সিটি নির্বাচনে ইভিএম’

‘ত্রুটিমুক্ত নির্বাচনের জন্যই সিটি নির্বাচনে ইভিএম’

অনলাইন ডেস্ক

ঢাকার দুই সিটি নির্বাচন ইভিএম পদ্ধতিতে হবে এ সিদ্ধান্ত হয়ে গেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। তিনি বলেছেন, ত্রুটিমুক্ত নির্বাচন করার জন্যই ঢাকার দুই সিটিতে ইভিএম ব্যবহার করা হবে। ত্রুটি যুক্ত কোনো সুযোগ রাখতে চায়না কমিশন।

ইভিএম এর মাধ্যমেই ত্রুটিমুক্ত নির্বাচন সম্ভব এবং এ কারণেই ইভিএম বেছে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শনিবার দুপুরে বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে তিনি আরও বলেন, পরে দেশের সকল পর্যায়ের নির্বাচনে ইভিএম পদ্ধতি প্রচলনের চিন্তাভাবনা রয়েছে। তবে কত সময়ের মধ্যে তা বাস্তবায়ন করা যাবে সেটা চিন্তার বিষয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর