জয়নুল আবেদিনের জন্মদিনের স্মরণে গুগলের ডুডল

জয়নুল আবেদিনের জন্মদিনের স্মরণে গুগলের ডুডল

অনলাইন ডেস্ক

বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৫তম জন্মদিন আজ। ১৯১৪ সালের এ দিনে কিশোরগঞ্জের কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন এই শিল্পী। বাবা তমিজউদ্দিন আহমেদ ছিলেন পুলিশের দারোগা। মা জয়নাবুন্নেছা গৃহিণী।

নয় ভাই-বোনের মধ্যে জয়নুল ছিলেন সবার বড়। আজ জয়নুল আবেদিনকে স্মরণ করে সার্চ ইঞ্জিন গুগলের হোমপেজে ডুডল করা হয়। বাংলাদেশ থেকে গুগলের পেজে প্রবেশ করতেই (https://www.google.com.bd/) আজ এ ডুডল দেখা যাবে।

তিনি শুধু এদেশের একজন স্বনামধন্য শিল্পীই ছিলেন না, তিনি ছিলেন এদেশের আধুনিক শিল্পকলা আন্দোলনের পথিকৃৎও।

সেভাবে বলতে গেলে জয়নুল নিজ হাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট গড়ে তুলেছিলেন। তার জন্মদিনকে ঘিরে নানা কর্মসূচি হাতে নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ। ১৯৭৬ সালের ২৮ মে ৬২ বছর বয়সে এই শিল্পীর মৃত্যু হয়।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ