তাপমাত্রা কিছুটা বেড়েছে পঞ্চগড়ে, এখনো তীব্র ঠাণ্ডা

তাপমাত্রা কিছুটা বেড়েছে পঞ্চগড়ে, এখনো তীব্র ঠাণ্ডা

অনলাইন ডেস্ক

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গতকাল রন্বর (২৯ ডিসেম্বর) ছিল দেশের চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা। নেমেছিল ৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। তবে আজ কিছুটা বেড়েছে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্র জানায়, রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ১ ডিগ্রি। একইদিন দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়  ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় তা ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।  

এবার পৌষের শুরু থেকেই পঞ্চগড়ে জেঁকে বসে শীত।

ঘন কুয়াশার পাশাপাশি উত্তুরে হিমালয় থেকে আসা ঠাণ্ডা বাতাসে জনজীবনে দুর্ভোগ নেমে আসে। গত কয়েকদিন ধরে সূর্যের দেখা পাওয়ায় ক্ষণিকের স্বস্তি মিললেও সেই অর্থে শীতের তীব্রতা কমছে না।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল

সম্পর্কিত খবর