‌‘আমি কোনো দিন বোরকা পরিনি’

‌‘আমি কোনো দিন বোরকা পরিনি’

অনলাইন ডেস্ক

লেখালেখির জন্য অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেছেন আবার বিতর্কিতও হয়েছেন তসলিমা নাসরিন। নারীর অধিকারের কথা বলতে গিয়ে তিনি ধর্মীয় মৌলবাদীদের আক্রমণের শিকার হয়েছেন। নির্বাসিত হয়ে তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। নির্বাসিত হলেও দেশ-বিদেশের যে কোনো ঘটনা নিয়ে তিনি সরব থাকেন।

বর্তমান সময়ের জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারী তার একটি ওয়াজে ভারতে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের সমালোচনার পাশাপাশি তার হেদায়াতের জন্য দোয়াও করেছেন।

চলতি বছরের ১৬ আগস্ট ‘নাইস ওয়াজ’ ইউটিউব চ্যানেলে আজহারীর ওয়াজের একটি ভিডিও আপলোড করা হয়।

আজহারী বলেছেন, ‘বাংলাদেশে একটা কথা কয়-নিন্দে পাখি পিন্দে। তসলিমা নাসরিন নারীদের নিয়ে বই লিখেছেন।

ও বলে, নারীদের কোনো দেশ নেই। তসলিমা বোরকার বিরুদ্ধে লিখেছে। শেষ পর্যন্ত সে দেশে থাকতে পারে নাই। ওরে যখন ইন্ডিয়ায় লুকিয়ে নেওয়া হয়, তখন ওর গায়ে বোরকা পরিয়ে নেওয়া হয়েছিল। ’

এরপর তসলিমার হেদায়াতের জন্য দোয়াও করেন জনপ্রিয় এই বক্তা।

আজহারীর ওই ভিডিওটি সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে শেয়ার করেছেন তসলিমা। আজহারীর বক্তব্যের সমালোচনা করেছেন তিনি।

তিনি বলেছেন, আমি নাকি রাতের অন্ধকারে ‘বোরকা’ পরে দেশ থেকে বেরিয়েছি। ওরা রাতের অন্ধকারে বোরকার ভেতরের মানুষকে দেখে কীভাবে? এনিওয়ে, আমি কোনোদিন বোরকা পরিনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর