দাবি না মানলে আত্মাহুতির হুমকি শ্রমিকদের

দাবি না মানলে আত্মাহুতির হুমকি শ্রমিকদের

সামছুজ্জামান শাহীন, খুলনা থেকে

মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে খুলনায় আমরণ অনশন কর্মসূচি পালন করছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। সোমবার দ্বিতীয় দিনের মতো নগরীর খালিশপুর বিআইডিসি সড়কে কাঁথা-বালিশ ও বিছানা-কম্বল নিয়ে অবস্থান করছেন শ্রমিকরা।

শ্রমিক নেতারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবে না। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের আহবায়ক ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে।

এদিকে দাবি আদায়ে আরো কঠোর কর্মসূচি দেওয়ার কথা বলছেন শ্রমিক নেতারা।

পরিবার-পরিজন নিয়ে অনশনস্থলে অবস্থান, শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিত আন্দোলনসহ শ্রমিকদের স্বেচ্ছায় আত্মাহুতি দেওয়ার কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে।

সংগঠনের আহবায়ক আ. হামিদ সরদার বলেন, অভাব-অনটনে শ্রমিকরা মানবেতন জীবন যাপন করছে। ন্যায্য অধিকার না পেয়ে হতাশায় তাদের মানসিক অবস্থার অবনতি হচ্ছে।

আর মজুরি কমিশন বাস্তবায়ন নিয়ে টালবাহানা শুরু করেছে সরকার। সকল ক্ষেত্রে মজুরি কমিশন বাস্তবায়ন হলেও পাটকলে তা’ হয়নি। পাটখাতকে ধংস করতে ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি বলেন, দাবি না মানলে দুয়েক দিনের মধ্যে পরিবার-পরিজন নিয়ে শ্রমিকেরা রাজপথে অনশন করার প্রস্তুতি নিয়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিত আন্দোলন করা হবে। তারপরও দাবি না মানলে স্বেচ্ছায় আত্মাহুতি দেওয়ার কর্মসূচি দেওয়া হবে। অনশনে রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন ও আলিম জুট মিলের কয়েক হাজার শ্রমিক রয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)