বসুন্ধরা গলফ টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় এগিয়ে ৪৬ জন

বসুন্ধরা গলফ টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় এগিয়ে ৪৬ জন

অনলাইন ডেস্ক

সাভারে চার দিনব্যাপী বসুন্ধরা ওপেন গলফ টুর্নামেন্ট-২০১৯ এর চতুর্থ আসরের খেলা দ্বিতীয় দিনের মতো শেষ হয়েছে।

বসুন্ধরা’র পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশন (বিপিজিএ) এ টুর্নামেন্টটির আয়োজন করেছে।

এই আসরে ১০৪ জন গলফারদের মধ্যে দ্বিতীয় দিনের খেলায় আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত খেলে ৪৬ জন কার্ড পেয়েছেন। কার্ড পাওয়া ৪৬ জন আগামী দু’দিন খেলবেন।

এছাড়া দ্বিতীয় পর্যায়ে সাভার গলফ ক্লাবের দু’জন রবিন ও মজনু যৌথভাবে এগিয়ে আছেন নির্ধারিত পারের চেয়ে ৬ শট কম খেলে।

এর আগে, রোববার (২৯ ডিসেম্বর) সকাল থেকে সাভার গলফ ক্লাবে টি নম্বর-১ প্রথমদিনের খেলা শুরু হয়। টুর্নামেন্টটি ২৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ২০২০ সালের ১ জানুয়ারি পর্যন্ত।

এ টুর্নামেন্টের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান আয়োজিত হবে আগামী ১ জানুয়ারি (মঙ্গলবার)।

এদিন সেরা গলফারদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

মেজর (অব.) গোলাম মোর্শেদ, পিএসসি ও অ্যামেচার গলফার হিসেবে খেলবেন সাভার গলফ ক্লাবের সিইও (অব.) মেজর আহাদ। এছাড়া সাভার গলফ ক্লাবের সদস্য ও সেনাবাহিনীর ৪ জন নারী গলফারসহ ১০৪ জন।

এবারের টুর্নামেন্টের মোট বাজেট ১৪ লাখ টাকা, যার মধ্যে ১২ লাখ টাকা প্রাইজমানি হিসেবে দেওয়া হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর