প্রধানমন্ত্রীর হাতে পিইসি-জেএসসি ও জেডিসির ফলাফল

প্রধানমন্ত্রীর হাতে পিইসি-জেএসসি ও জেডিসির ফলাফল

অনলাইন ডেস্ক

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা ২০১৯ এর ফলাফল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পঞ্চম এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে দুটো সমাপনী পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রদান করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সকাল সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্র্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন।

একই সময়ে ২০২০ শিক্ষাবর্ষের প্রথমদিনে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দিয়ে বলেন, সমাপনী পরীক্ষা শিশুদের আত্মবিশ্বাস বাড়ায়।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল