যশোর বোর্ডে পাশের হার ও জিপিএ-৫ বেড়েছে

যশোর বোর্ডে পাশের হার ও জিপিএ-৫ বেড়েছে

যশোর প্রতিনিধি

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৯১ দশমিক ০৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৭৫৫ জন। গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে।  

মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র।

তিনি জানান, এবার জেএসসি পরীক্ষায় পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, চলতি বছর ২ লাখ ৩৯ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী অংশ নেন।  

এদের মধ্যে ২ লাখ ৩৩ হাজার ৮২৯ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৭৫৫ জন।

এ গ্রেডে ৪০ হাজার ১৯৬জন, এ মাইনাস গ্রেডে ৩২ হাজার ৬৫৫ জন, বি গ্রেডে ৪২ হাজার ৪১ জন, সি গ্রেডে ৭৩ হাজার ৯৮৪ জন ও ডি গ্রেডে ১৪ হাজার ৩৪৫ জন উত্তীর্ণ হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, এ বছর মেধা বিবেচনায় বেশি শিক্ষার্থী পাস করেছে।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ