নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বললেন সেলিমা রহমান

নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বললেন সেলিমা রহমান

অনলাইন ডেস্ক

যেকোনও সময় কঠোর আন্দোলন শুরু হবে। এজন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বলেছেন, ‘যেকোনও সময় কঠোর আন্দোলন শুরু হবে, তাই সবাইকে ভরসা রাখতে হবে এবং সতর্ক ও প্রস্তুতি নিয়ে থাকতে হবে। ’

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী কৃষক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সেলিমা রহমান বলেন, ‘সরকার জানে, তাদের পায়ের নিচে মাটি নাই এবং জনগণ যদি একবার জেগে ওঠে, তাহলে তারা ক্ষমতায় থাকতে পারবে না।

যার কারণে গতকাল আমাদের একটি সমাবেশ ছিল, তাও করতে দেয় নাই। দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে তারা শুধু পুলিশের ওপর, প্রশাসনের উপর ভর করে ক্ষমতায় টিকে আছে। ’

‘স্বৈরশাসকের পতন হঠাৎ করেই হয়। আর এই সরকারের পতন হঠাৎ করেই হবে।

কারণ আজ দেশের প্রতিটি ঘরে ঘরে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ উঠছে। কেউ আর এই সরকারকে চায় না, সবাই এই সরকারের বিদায় চায়। ’

তিনি বলেন, ‘যে সরকারের আমলে নারীরা নির্যাতিত, মানুষের ভোটের অধিকার নাই, মেধাবী ছাত্রদেরকে হত্যা করা হয়, যার কারণে দেশের সকল জনগণ আন্দোলনের জন্য উত্তপ্ত, কাজেই যেকোনও সময় আন্দোলনের স্পলঙ্গ হতে পারে। তাই আমাদেরকে সবসময় আসা ভরসায় থাকতে হবে এবং সতর্ক ও প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আমাদেরকে জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)