কাশ্মীরে ৫ মাস পর চালু হলো এসএমএস

কাশ্মীরে ৫ মাস পর চালু হলো এসএমএস

অনলাইন ডেস্ক

একটানা পাঁচ মাস বন্ধ থাকার পর কাশ্মীরে মোবাইলে বার্তা আদান-প্রদান (এসএমএস) সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার মধ্যরাত থেকে এ সেবা আবার চালু করা হয়।  

বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মীর বিষয়ক সরকারি মুখপাত্র কাশ্মীরে মোবাইল এসএমএসে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা ঘোষণা করেন। তিনি জানান, গত ১০ ডিসেম্বর শিক্ষার্থী, স্কলারশিপের আবেদনকারী ও ব্যবসায়ীদের সুবিধার জন্য নির্দিষ্ট কিছু মোবাইল থেকে এসএমএস চালু করার পর কাল রাত থেকে সবার জন্য এই সেবা চালু হচ্ছে।

কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার ও রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার সময় গত ৫ আগস্ট মোবাইলসহ সকল ধরনের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা হয়। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সাধারণ মানুষ যেন একত্রিত হতে না পারে তাই এমন পদক্ষেপ নিয়েছিল সরকার।  

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ