রাশিয়া ও চীনের সঙ্গে ইরানের মহড়ায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র

রাশিয়া ও চীনের সঙ্গে ইরানের মহড়ায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দাবি করেছেন যে ইরানের সঙ্গে রাশিয়া ও চীন যৌথ নৌমহড়া চালানোয় যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হয়েছে। মঙ্গলবার তেহরানে হাসান রুহানি বলেছেন, এ ধরনের মহড়া বিশ্বের আগ্রাসী শক্তিকে রাগিয়ে তুলেছে। দুটি সবচেয়ে বৃহৎ শক্তি চীন ও রাশিয়া ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেওয়ার কারণেই সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হয়ে উঠেছে।

ইরানি প্রেসিডেন্ট বলেন, 'শুধু যুক্তরাষ্ট্র নয় সেইসঙ্গে আমেরিকার পদলেহী আঞ্চলিক দেশগুলিও এ মহড়াকে কোনোভাবে মেনে নিতে পারছে না।

'

গত শুক্রবার থেকে ওমান সাগর ও ভারত মহাসগারের উত্তর অংশের ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকায় তিনদিনব্যাপী নৌমহড়া চালায় ইরান, রাশিয়া ও চীন। এই একই অঞ্চলের পানিসীমা রক্ষা করার লক্ষ্যে একটি আন্তর্জাতিক সামরিক জোট গঠনের চেষ্টা করে চলেছে যুক্তরাষ্ট্র।

সূত্র: পার্স টুডে

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ