খুলনায় বর্ণিল আয়োজনে 
বই উৎসব অনুষ্ঠিত

খুলনায় বর্ণিল আয়োজনে বই উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

লাল-সুবজ কাপড়ে তৈরি মঞ্চ, শত শত রঙিন বেলুন, মাঠজুড়ে কোলাহল, ব্যান্ডের তাল-সব মিলে বর্ণিল উৎসব। বুধবার বছরের প্রথম দিন এমনই উৎসবের আবহে খুলনায় অনুষ্ঠিত হয়েছে বই বিতরণ উৎসব-২০২০।  

এ বছর খুলনায় প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ৪ কোটি ৬১ লাখ ৭ হাজার ৫৪০ খানা বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।  

এর মধ্যে মাধ্যমিকে জেলার ৯ উপজেলায় ২৪ লাখ ৫৫ হাজার ৯১৬ খানা, দাখিলে ৪ লাখ ৩১ হাজার ২৭৩ খানা, প্রাথমিকে ১১ লাখ ৩০ হাজার ৩২২ খানা, খুলনা মেট্রোতে ৩ লাখ ২৯ হাজার ৪৯ খানা, ইবতেদায়িতে ২ লাখ ৬৪ হাজার ১৯৪ খানা পাঠ্যপুস্তক বিতরণ করা হবে।

 

এদিকে বুধবার সকালে খুলনা জিলা স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে বই উৎসবের উদ্বোধন করেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চল এই উৎসবের আয়োজন করে।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ, উপ-পরিচালক নীভা রানী পাঠক, খুলনা জেলা স্কুলের প্রধান শিক্ষক ফারহানা নাজ উপস্থিত ছিলেন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল