রাঙামাটিতে বই উৎসব

রাঙামাটিতে বই উৎসব

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি প্রতিনিধি

নতুন বর্ষের প্রথমদিন রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে বই উৎসব। বুধবার সকালে রাঙামাটি সরকারি বিভিন্ন বিদ্যালয়ে এ উৎসবের আয়োজন করে। রাঙামাটি শহীদ আব্দুল আলী একাডেমীতে মাধ্যমিক পর্যায়ে বই উৎসবের উদ্বোধন করেন

রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।

এসময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতামাতুজুহরা উপমা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

এসময় রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, বর্তমান সরকার পাহাড়ের শিক্ষার্র্থীদের অগ্রসর করতে
বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। বিনামূল্যে বই এর পাশাপাশি বিভিন্ন শিক্ষা সামগ্রীও দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। যাতে পাহাড়ের একটি ছেলে-মেয়েও এ শিক্ষার আলো থেকে বঞ্চিত না থাকে।

তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে যুক্ত করতে হবে।

তাহলে শিশুদের মাঝে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা বিকশিত হবে।

মানসম্মত শিক্ষা নিশ্চিতে সকল শিক্ষার্থীদের উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষার মান বাড়াতে শুধু সরকারের একক প্রচেষ্টা নয় অভিভাবক, শিক্ষকসহ দেশের সকলকে এর উন্নয়নে এগিয়ে আসতে হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর