এ বছর ৫ থেকে ৬ লাখ মামলার নিষ্পত্তি হবে: আইনমন্ত্রী

এ বছর ৫ থেকে ৬ লাখ মামলার নিষ্পত্তি হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমাদের লক্ষ্য এ বছর পাঁচ থেকে ছয় লাখ মামলার নিষ্পত্তি করা। আজ বুধবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর জুডিসিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে সহকারী বিচারক এবং সমতুল্য বিচার বিভাগীয়  জুডিসিয়াল কর্মকর্তাদের ৪০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।  

আইনমন্ত্রী বলেন, যদি বলি এ বছরেই ৩০ লাখ মামলা নিষ্পত্তি করে ফেলব, এটা সম্ভব না। এ বছর আমরা কমপক্ষে পাঁচ থেকে ছয় লাখ মামলা কমানোর পরিকল্পনা গ্রহণ করেছি।

এটা অবাস্তব নয়। পরিকল্পনা অনুযায়ী বিচারিক আদালতের লোকবল নিয়োগের পরিকল্পনা করছি।  

তিনি বলেন, বিকল্পবিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা হচ্ছে, জনগণের কাছে এটার পরিচিতি সেভাবে গড়ে ওঠেনি। যেসব মামলা আপসযোগ্য সেই সব মামলায় যেন আদালত বলেন, এ মামলা বাইরে নিষ্পত্তি করে ফেলেন।

সেই উদ্যোগ যেন আদালত থেকে নেয়া হয়। বিচারকদেরও আমরা এমন উদ্যোগ নেয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন আইন ও সংসদ বিষয়ক সচিব গোলাম সারোয়ার, জুডিসিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খন্দকার মুসা খালেদ এবং কোর্স পরিচালক গোলাম কিবরিয়া প্রমুখ।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল