ঝালকাঠিতে গ্যারেজে বিস্ফোরণ, পুড়ল ২০ অটোরিকশা

ঝালকাঠিতে গ্যারেজে বিস্ফোরণ, পুড়ল ২০ অটোরিকশা

মো. রেজাউল করিম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটির কান্ডপাশা এলাকায় একটি গ্যারেজে মঙ্গলবার রাতে বিস্ফোরণে পুড়ে গেছে ২০টি অটোরিকশা ও একটি মোটরসাইকেল। ঘুমন্ত অবস্থায় গ্যারেজের পাহারাদার লিমন জোমাদ্দার (২৭) অগ্নিদগ্ধ হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, কান্ডপাশা এলাকায় স্থানীয় মাসুদ খানের একটি গ্যারেজে ২০টি অটোরিকশা চার্জে রাখা ছিল। রাত ১১টার দিকে অতিরিক্ত চার্জের কারণে বিস্ফোরণ ঘটে।

মুহূর্তের মধ্যে অটোতে আগুন লেগে যায়।

খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় গ্যারেজের থাকা অটোরিকশা ও একটি মোটরসাইকেল।

এ সময় গ্যারেজের পাহারাদার লিমন জোমাদ্দার অগ্নিদগ্ধ হয়।

তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বুধবার সকালে গুরুতর অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। লিমন কান্ডপাশা গ্রামের কামাল জোমাদ্দারের ছেলে।

নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। গ্যারেজটিতে অটোরিকশার ব্যাটারি, গ্যাস সিলিন্ডার ও এসিড ছিল। অতিরিক্ত চার্জের কারণে বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর