রিয়াদ বাংলা স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই

রিয়াদ বাংলা স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই

মোহাম্মদ আল-আমিন, সৌদি আরব প্রতিনিধি

বাংলাদেশ সরকার ঘোষিত বই উৎসব ২০২০ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদে। বুধবার স্কুল প্রাঙ্গণে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোসতাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস রিয়াদের শ্রম কল্যাণ কাউন্সিলর মো. মেহেদী হাসান। স্বাগত বক্তব্য দেন- অধ্যক্ষ আফজাল হোসেন।

news24bd.tv

সিনিয়র শিক্ষক খাদেমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- বোর্ড অব ডিরেক্টর্সের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ফাইন্যান্স ডিরেক্টর আব্দুল হাকিম, কো-ফাইন্যান্স ডিরেক্টর প্রকৌশলী গোফরান আহমেদ ও কালচারাল ডিরেক্টর শফিকুল সিরাজুল হক। বই বিতরণ পর্ব পরিচালনা করেন সিনিয়র শিক্ষিকা সানজিদা বেগম।

বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর