‘এ বছর রোহিঙ্গা বাড়বে, দেখা দেবে ভারতের সঙ্গে মতানৈক্য’

অনলাইন ডেস্ক

রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য আজ এক বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মিয়ানমার সরকার সহসা তাদের ফিরিয়ে নেবে কি না- সেটাই এখন প্রশ্ন। বাংলাদেশের কূটনীতি রোহিঙ্গা উদ্বাস্তুদের মিয়ানমারে ফেরত পাঠাতে ব্যর্থ হয়েছে বললে অতুক্তি করা হবে না।

২০১৭ সালে আগস্ট মাসে মুসলিম রোহিঙ্গাদের জনগোষ্ঠীর তাড়িয়ে দেয় মিয়ানমারের সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর যৌথ কমান্ড হত্যাযজ্ঞ চালিয়ে এবং বাড়িঘর ধ্বংস করে।

কয়েক লাখ মিয়ানমারের রোহিঙ্গা বাংলাদেশে মানবিক কারণে আশ্রয় লাভ করেছে। এ জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন দেশ থেকে প্রশংসা পায়। ২০২০ সালে এ সমস্যা কোন দিকে যাবে তা নিয়ে ভবিষ্যৎ বাণি দিয়েছেন জনপ্রিয় জ্যোতিষবিদ ড. কে. সি. পাল।

রোহিঙ্গাদের নিয়ে তিনি বলেছেন, রোহিঙ্গারা সারা দেশে ছড়িয়ে পড়বে।

দেশে-বিদেশে রোহিঙ্গা ফেরতের ব্যাপারে তোড়জোড় থাকলেও তাদের দেশে পাঠানো কঠিন হবে। রোহিঙ্গার সংখ্যা বাড়বে, কিন্তু কমার সম্ভাবনা নেই।

আন্তর্জাতিক সম্পর্ক ও ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে ড. কে. সি. পাল বলেন, আমেরিকা-ফ্রান্স-জাপান-জার্মান-রাশিয়া এবং ভারত বাংলাদেশকে ব্যাপক সহযোগিতা করবে। কিন্তু বছরের মধ্যভাগের পর ভারতের সঙ্গে মতানৈক্য দেখা দেবে। বিশেষ করে জলসীমা কিংবা বিদ্যুৎ চুক্তি নিয়ে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)