লরি চাপায় ঘুমন্ত অবস্থায় প্রাণ হারাল পুরো পরিবার

লরি চাপায় ঘুমন্ত অবস্থায় প্রাণ হারাল পুরো পরিবার

অনলাইন ডেস্ক

একই পরিবারের পাঁচজন ঘুমিয়ে থাকা অবস্থায় লরি চাপায় নিহত হয়েছেন। এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ । ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানে এ দুর্ঘটনাটি ঘটে।

মঙ্গলবার গভীর রাতে বালু বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে রাস্তার পাশের একটি কাঁচা বাড়ির ওপর।

এসময় ঘুমন্ত অবস্থাতেই প্রাণ হারান বাপি মণ্ডল, তার স্ত্রী দোলন, দুই শিশু সন্তান আবির-নন্দিনী এবং বাপির মা সুচিত্রা মণ্ডল।  

এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার ভোর থেকে রীতিমতো রণক্ষেত্র হয়ে যায় পুরো এলাকা। দফায় দফায় বালুর খাদানের অফিসে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন ক্ষিপ্ত গ্রামবাসী। মাটি কাটার জেসিবি মেশিনও এসময় পুড়িয়ে দেওয়া হয়।

এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে।

জেলা প্রশাসন সূত্রের মাধ্যমে খবরে জানানো হয়, এ ঘটনা নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে নবান্ন থেকে। ওই বালুর খাদানের বৈধ কোনো নথিপত্র নেই। তারপরেও কিভাবে ওই খাদান চলে আসছিল তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ