উৎসবের ফানুসের আগুনে ৩০ বন্যপ্রাণীর মৃত্যু

উৎসবের ফানুসের আগুনে ৩০ বন্যপ্রাণীর মৃত্যু

অনলাইন ডেস্ক

নতুন বছর উদযাপনের জন্য উড়ানো হয়েছিল ফানুস। সেই ফানুস থেকেই জার্মানির এক চিড়িয়াখানায় আগুন লাগে। এ দুর্ঘটনায় গরিলা, ওরাংওটাং, শিম্পাঞ্জিসহ কমপক্ষে ৩০টি বন্যপ্রাণী পুড়ে মারা যায়। জার্মানির পশ্চিমাঞ্চলে ক্রেফেল্ড শহরে এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, বর্ষবরণের আগে ফানুস থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেগুলো চাইনিজ ফানুস ছিল বলে ধারণা করা হচ্ছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ ফেসবুকে পোস্ট করে জানায়, সবচেয়ে ভয়ানক আশঙ্কাই সত্যি হয়েছে। বানরদের খাঁচায় একটি প্রাণীও আর বেঁচে নেই।

নিরাপত্তার আশঙ্কায় অনেক আগে থেকেই কংমিং নামে পরিচিত এই চাইনিজ ফানুস এ শহরে নিষিদ্ধ। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করেই এসব ফানুস এখনও উড়ানো হয়। তারই ভয়াবহ চিত্র এ ঘটনার মাধ্যমে বিশ্বের সামনে উঠে এসেছে।  

১৯৭৫ সালে ক্রেফেল্ড চিড়িয়াখানা গড়ে উঠে। ২ হাজার বর্গমিটার এলাকা জুড়ে এই চিড়িয়াখানার বিস্তৃতি। এখানে পাখি, বাদুড়, বানর ও বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে। গরিলার সেকশনটি চিড়িয়াখানার মূল অংশের বেশ দূরে। সেখানেই এ মর্মান্তিক ঘটনা ঘটে গত বছরের শেষ রাতটায় বর্ষবরণের সময়।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ