অস্ত্রোপচারের সময় আগুনে পুড়ে রোগীর মৃত্যু

অস্ত্রোপচারের সময় আগুনে পুড়ে রোগীর মৃত্যু

অনলাইন ডেস্ক

ক্যান্সার আক্রান্ত এক নারীর অস্ত্রোপচার করার সময় গায়ে আগুন লেগে তার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোমানিয়ায়। গত ২২ ডিসেম্বর রোমানিয়ার রাজধানী বুখারেস্টের একটি হাসপাতালে এ ঘটনা ঘটে। শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে যাওয়া ওই রোগী শেষ পর্যন্ত রোববার (২৯ ডিসেম্বর) মারা যান।

পরের দিন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তিনি অগ্ন্যাশয় ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

তার অস্ত্রোপচারের সময় চিকিৎসক বৈদ্যুতিক ছুরি অত্যন্ত দাহ্য জীবানুনাশক তরলের খুব কাছে নিয়ে গেলে সেটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে রোগীর শরীরে ছড়িয়ে পড়ে। হাসপাতালের কর্মীদের মাধ্যমে ফেসবুকে ইমানুয়েল নামে এক আইনজীবী লেখেন, রোগীর সম্পূর্ণ শরীর জ্বলছিল।

একজন নার্স এক বালতি পানি ঢেলে আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে দেরি হয়ে গেছে। অ্যালকোহল সমৃদ্ধ জীবানুনাশক অত্যন্ত দাহ্যখোয়ার কারণে অস্ত্রোপচারের সময় এটি ব্যবহার করা হলে বৈদ্যুতিক ছুরি ব্যবহার করা নিষেধ।  

এ ঘটনা আবারও রোমানিয়ার স্বাস্থ্যসেবার মানের করুণ দশার কথা মনে করিয়ে দিচ্ছে। রোমানিয়া স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ ঘটনা তদন্তের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ