সানস্ক্রিন মেখে সমুদ্রস্নান নিষিদ্ধ

সানস্ক্রিন মেখে সমুদ্রস্নান নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

সানস্ক্রিন মেখে সমুদ্রে নামা নিষিদ্ধ করল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ পালাউ। সানস্ক্রিন মেখে সমুদ্রে স্নান নিষিদ্ধ করায় বিশ্বের প্রথম দেশ পালাউ। বুধবার থেকে পরিবেশ বাঁচাতে সাগরের জলজ প্রাণী, উদ্ভিদ ও প্রবালের জন্য অতীব ক্ষতিকর বিষাক্ত সানস্ক্রিন নিষিদ্ধ করা হয়েছে।

পালাউ’র প্রেসিডেন্ট টমি রিমেনগিসাউ বলেন, 'আমাদের বাঁচতে হবে।

সেই সঙ্গে পরিবেশকেও বাঁচাতে হবে। পরিবেশের প্রতি আমাদের যত্নবান হতে হবে। কারণ পরিবেশই জীবনের আধার। ' 

সূর্যের চড়া তাপ উপেক্ষা করে রোজ হাজার হাজার মানুষ গা ভাসান মহাসাগরের শীতল জলে।

সান বার্ন আর ট্যান পড়া থেকে ত্বককে বাঁচাতে সানস্ক্রিন লোশন গায়ে মেখেই জলে নামেন পর্যটকরা। কিন্তু সেই লোশন মানুষের ত্বক বেয়ে মিশে যায় জলে। সানস্ক্রিনের ক্ষতিকারক বিষাক্ত রাসায়নিক স্রোতের টানের সাথে পৌঁছে যায় মহাসাগরের অতলে বেড়ে ওঠা হাওয়াই দ্বীপপুঞ্জের প্রবাল সাম্রাজ্যে।  

বিশেষজ্ঞদের মতে, সানস্ক্রিনের রাসায়নিক প্রতি বছর একটু একটু করে ধ্বংস করছে প্রবালের জীবন। সানস্ক্রিনে উপস্থিত ক্ষতিকারক রাসায়নিক অক্সিবেঞ্জোনের প্রভাবে পুনর্জীবন শক্তি হারায় প্রবাল। এভাবে চলতে থাকলে একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে হাওয়াই দ্বীপপুঞ্জের গা ঘেঁষে থাকা জলের তলার রঙিন রামধনুর সংসার।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ