৮০ বিঘা জমির গাঁজায় আগুন দিল সেনাবাহিনী

৮০ বিঘা জমির গাঁজায় আগুন দিল সেনাবাহিনী

অনলাইন ডেস্ক

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম এলাকায় ৮০ বিঘা জমিতে চাষ করা গাঁজার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার ধইল্যা কমলচরণ কার্বারি পাড়া এলাকায় অভিযান চালায় মহালছড়ি জোন সেনাবাহিনী।

নিরাপত্তাবাহিনী সূত্র জানায়, মহালছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর আসিফ ইকবালের নেতৃত্বে অর্ধশত সেনা এ অভিযানে অংশ নেন।

মহালছড়ি জোনের অধিনায়ক লে. কর্ণেল মেহেদি হাসানও অভিযানকালে উপস্থিত ছিলেন।  

আরও উপস্থিত ছিলেন- পুলিশের এসআই মহিউদ্দিন আহমেদ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর উল্লেখ করে এসআই মহিউদ্দিন আহমেদ জানান, শুধু মাদকদ্রব্যের উৎস ধ্বংস নয়। এসব চাষাবাদে জড়িতদের ধরতেও চেষ্টা চালানো হচ্ছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর