মুসলিমদের উৎসব তালিকা ভারতের জনসংখ্যা রেজিস্ট্রার থেকে বাদ

মুসলিমদের উৎসব তালিকা ভারতের জনসংখ্যা রেজিস্ট্রার থেকে বাদ

অনলাইন ডেস্ক

ভারতের জনসংখ্যা রেজিস্ট্রার তালিকায় হিন্দু, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের উৎসবের তালিকার মধ্যে দুর্গাপূজা থেকে শুরু করে বড়দিন, বুদ্ধ পূর্ণিমা, নানক জয়ন্তী, সরস্বতী জয়ন্তী থেকে ছটপূজা পর্যন্ত সবই আছে। এছাড়াও আছে গান্ধী জয়ন্তী, স্বাধীনতা দিবস ও ইংরেজি নববর্ষের উল্লেখও।

নেই শুধু মুসলিমদের কোনো ধর্মীয় উৎসবের উল্লেখ। জাতীয় জনসংখ্যা রেজিস্ট্রারের সদ্য প্রকাশিত ম্যানুয়ালে এই বিস্ময়কর ধর্মীয় বৈষম্যের বিষয়টি সবার নজরে আসতেই শুরু হয়েছে ভারতে সমালোচনা।

 

অথচ ভারতে ধর্মীয় জনসংখ্যার ভিত্তিতে হিন্দুদের পরের অবস্থানে আছে মুসলমানরা। ৩৭ পাতার এনপিআর ম্যানুয়ালের ৩২ নম্বর পাতায় অ্যানেক্সার ৫-এ ভারতে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবের একটি তালিকা দেওয়া হয়। সেখানে হিন্দু ছাড়াও বৌদ্ধ-খ্রিস্টান-শিখ ইত্যাদি বিভিন্ন ধর্মের উৎসবের সময়কাল উল্লেখ করে দেওয়া হয়েছে। কিন্তু জনসংখ্যার ভিত্তিতে দ্বিতীয় স্থানে থাকা মুসলিমদের কোনো উৎসবের উল্লেখ এতে নেই।

কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি সমরেশ ব্যানার্জি এ ব্যাপারে বলেন, 'এর মধ্যে ধর্মীয় বিভাজন বা বৈষম্য স্পষ্ট দেখতে পাচ্ছি। '

পুরো ভারতে ২০২০ সালের এপ্রিল থেকে এনপিআর-এর জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করার পরিকল্পনা করছে মোদি সরকার।  

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ