জেএসসির ফল: সারাদেশে ৯ শিক্ষার্থীর আত্মহত্যা

জেএসসির ফল: সারাদেশে ৯ শিক্ষার্থীর আত্মহত্যা

কি কি করতে পারেন অভিভাবকরা
অনলাইন ডেস্ক

জেএসসির ফল প্রকাশের পর সারাদেশে ৯ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শোকার্ত হয়ে আছেন ভুক্তভোগী পরিবারে। কিন্তু শিশুদের মধ্যে এই চিন্তা যেন ঘুণাক্ষরেও না আসে তা নিশ্চিত করতে হবে পরিবারকেই।

আপনার সন্তানকে নির্দিষ্ট বয়সের পর নিজেরা সাথে করে না নিয়ে গিয়ে তাদের বন্ধুদের সাথে স্কুলে যেতে শিখান।

প্রাতিষ্ঠানিক ভালো ফলাফল বা জিপিএ ফাইভের জন্য অতিরিক্ত চাপাচাপি না করে তার মেধার মানের পড়াশোনায় সহায়তা করুন। অকারণে স্কুলের বইয়ের পড়াশোনায় জোরজবস্তি না করে পাঠ্য বইয়ের পাশাপাশি অন্য বই পড়তে তাদের উদ্বুদ্ধ করুন। ওদের নিয়মিত ভাবে খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহন করিয়ে মেধার মুক্ত মনন বিকাশে সহায়তা করুন।

মনে রাখবেন একগাদা সার্টিফিকেট জীবনে সফলতার নিশ্চয়তা দেয় না।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ