দিনাজপুরে আরও ৯টি নরকঙ্কাল চুরির অভিযোগ

দিনাজপুরে আরও ৯টি নরকঙ্কাল চুরির অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে আরও একটি কবরস্থান থেকে নরকঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। লাশ চুরির এমন ঘটনায় উৎকন্ঠা বাড়ছে মানুষের মধ্যে। সদর উপজেলার উত্তর শিবপুর গ্রামের পর এবার একই উপজেলার সদরপুরে তুলা উন্নয়ন বোর্ড সংলগ্ন কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরির অভিযোগ পাওয়া গেছে। এই দুটি কবরস্থান থেকে মোট ৩১টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

  

গত ৩১ ডিসেম্বর দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের উত্তর শিবপুর গ্রামের কবরস্থান থেকে ২২টি  নরকঙ্কাল চুরির ঘটনা প্রথম জানাজানি হয়। এর পর বৃহস্পতিবার একই ইউনিয়নের সদরপুর তুলা উন্নয়ন বোর্ড সংলগ্ন কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরির ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ে। দুটি কবরস্থানই জনশুন্য স্থানে অবস্থিত এবং অরক্ষিত।  

একাধিক কবর থেকে কঙ্কাল চুরি ঘটনা ছড়িয়ে পড়ায় গ্রামবাসীর মধ্যে উদ্বেগ-উৎকন্ঠার সাথে আতঙ্ক বেড়েই চলেছে।

গ্রামবাসীর অভিযোগ- যেসব কবরে লাশ পঁচে গেছে (মাংস মাটির সাথে মিসে গেছে) সেগুলো থেকে মানব কঙ্কালগুলো চুরি হচ্ছে। আর যেগুলোর লাশ পঁচেনি সেগুলো চুরি হচ্ছে না।

একাধিক কবর থেকে এভাবে মানব কঙ্কাল উধাও ঘটনা ভাবিয়ে তুলেছে গ্রামবাসীকে। কবরবাসীকে রক্ষায় অরক্ষিত কবরস্থানগুলোকে সুরক্ষা এবং এই অপকর্মে জড়িতদের দ্রুত সময়ে সনাক্ত এবং গ্রেপ্তার করার দাবি এলাকাবাসীর।  

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল