যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিলম্বে ইরাক ত্যাগের নির্দেশ

যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিলম্বে ইরাক ত্যাগের নির্দেশ

অনলাইন ডেস্ক

ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস অবিলম্বে মার্কিন নাগরিকদেরকে ইরাক ত্যাগ করার নির্দেশ দিয়েছে। খবর ইরানের নিউজ সাইট পার্সটুডের।

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলায়মানি নিহত হওয়ার পর শুক্রবার এক বিবৃতিতে এই নির্দেশ দেয়া হয়।

মার্কিন দূতাবাসের বিবৃতিটিতে বলা হয়, ইরাক ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিলম্বে ইরাক ত্যাগ করার নির্দেশ দেয়া হচ্ছে।

এতে বলা হয়, সম্ভব হলে যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে বিমানে দেশে ফেরার পরামর্শ দেয়া হচ্ছে। অন্যথায় সড়কপথে তাদেরকে অন্য দেশে যেতে বলা হচ্ছে।

তবে এই বিবৃতিতে মার্কিন নাগরিকদেরকে বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সঙ্গে যোগাযোগ না করতে বলা হয়েছে। জরুরি পরামর্শ দিতে আরদেবিল এবং কুর্দিস্তানের মার্কিন কনস্যুলেট খোলা থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল