বাগদাদে আবারও হামলা করল মার্কিন বাহিনী, নিহত ৬

বাগদাদে আবারও হামলা করল মার্কিন বাহিনী, নিহত ৬

অনলাইন ডেস্ক

কাশেম সোলাইমানি হত্যার ঘটনার পর ইরাকের রাজধানী বাগদাদে আবারও বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এই বিমান হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। শনিবার ইরাকের পপুলার মোবিলাইজেন ফোর্স বা হাশাদ আশ-শাবি বাহিনীর কমান্ডকে লক্ষ করে মার্কিন বাহিনী এ হামলা চালায় বলে জানিয়েছে আল জাজিরা।

ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, বাগদাদের তাজ রোড সংলগ্নে এই বিমান হামলা চালানো হয়েছে।

এদিকে হাশাদ আশ-শাবি জানায় যে ওই গাড়িবহরে একজন সিনিয়র কমান্ডার ছিলেন। শনিবারের এই হামলায় মোট ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চিকিৎসকেরাও ছিলেন। এ বিমান হামলায় আরও তিন জন আহত হয়েছেন।

ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এর আগে শুক্রবার ভোররাতে ট্রাম্পের সরাসরি নির্দেশে বিমান হামলা চালিয়ে ইরানের বিপ্লবী এলিট কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করে মার্কিন সেনারা। সে হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিসসহ মোট ১০ জন নিহত হন।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ