যুদ্ধ বন্ধ করতেই সোলাইমানিকে হত্যা: ট্রাম্প

যুদ্ধ বন্ধ করতেই সোলাইমানিকে হত্যা: ট্রাম্প

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ বন্ধ করার উদ্দেশ্যেই ইরানের জেনারেল কাসেম সোলাইমানি হত্যার পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্, অপর একটি যুদ্ধ শুরু করতে নয়। তবে যদি প্রয়োজন হয়, যুদ্ধের জন্য প্রস্তুত আছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার দিবাগত রাতে ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন থেকে মিসাইল ছুড়ে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি কাশেম সোলাইমানিকে হত্যা করে মার্কিন সেনারা। এ ঘটনার প্রেক্ষিতে দুই দেশের মধ্যে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।

আজ শনিবারও বাগদাদে বিমান হামলা করেছে মার্কিন সেনারা। এতে ৬ জন নিহত হয়েছেন।  

ট্রাম্প সরাসরি বলেন, ' যদি আমেরিকাকে কোনো হুমকির মুখে ফেলে ইরান, তবে আমেরিকা যেকোনো ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত। আমার যুদ্ধ শুরু করার জন্য এই ব্যবস্থা নিইনি।

সোলেইমানি আমেরিকার প্রখ্যাত কূটনীতিক ও সামরিক ব্যক্তিদের ওপর হামলার করার পরিকল্পনা করছিলেন। কিন্তু আমরা তাকে ধরে ফেলে সরিয়ে দিয়েছি।  

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ