ইন্দোনেশিয়ায় বন্যায় নিহত ৪৩

ইন্দোনেশিয়ায় বন্যায় নিহত ৪৩

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা ও ভূমিধ্বসের কারণে এ পর্যন্ত ৪৩ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া এই বন্যার কারণে ৩ লাখ ৯৭ হাজার মানুষ বাস্তুহারা হয়ে পড়েছেন।  

জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আগুস উইবোও জানান, বৃষ্টিপাতে জাকার্তায় অন্তত ১৮২টি এলাকা পানিতে ডুবে গেছে। এছাড়া শহরের উপকণ্ঠে বোগোর ও দেপোক জেলায় ভূমিধ্বসের ঘটনাও ঘটেছে।

এতে করে অন্তত ১২ জন নিখোঁজ রয়েছেন। নতুন বছরের শুরুতেই শুরু হওয়া রেকর্ড পরিমাণ বৃষ্টিতে ঘরবাড়ি পানিতে ডুবে যাওয়া ছাড়াও প্রায় ৩০ মিলিয়ন বাসিন্দার অনেক বাড়িঘর ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ি উল্টে পড়ে গিয়ে সেখানে এক ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, সেখানে প্রায় ৪ লাখ পানি বন্দি মানুষকে অস্থায়ীভাবে আশ্রয় দেওয়া হয়েছে।

২০১৩ সালের পর ইন্দোনেশিয়ায় এটিই সবচেয়ে ভয়ানক বন্যা। সে সময় জাকার্তায় এমন আকস্মিক বন্যায় ৫৭ জনের প্রাণহানি হয়েছিল।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ