প্রার্থিতা প্রত্যাহারে চাপ দেওয়া হচ্ছে: ইশরাক

প্রার্থিতা প্রত্যাহারে চাপ দেওয়া হচ্ছে: ইশরাক

অনলাইন ডেস্ক

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত কাউন্সিলরপ্রার্থীদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় অসাধু সদস্যের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহারে চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর গোপীবাগে ডিএসসিসি নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ জানাতে এসে বলেন, তিনি বলেছেন, আমাদের অনেক কাউন্সিলরপ্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে। সরকারদলীয় কাউন্সিলরদের যোগসাজশে আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় অসাধু সদস্যের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহারে নানাভাবে চাপ দেওয়া হচ্ছে।

লিখিত অভিযোগ গ্রহণ করেন রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম-সচিব আবদুল বাতেন।

বিএনপি দলীয় কাউন্সিলর প্রার্থীকে গ্রেপ্তারের ব্যাপারে ইশরাক হোসেন বলেন, আমরা আমাদের অভিযোগ লিখিত আকারে জানিয়ে গেলাম, রিটার্নিং কর্মকর্তা আমাদের আশ্বস্ত করেছেন, তিনি এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন। এর আগে মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে থেকে আমাদের কাউন্সিলর প্রার্থীকে গ্রেপ্তার করা হয়। অথচ আমরা প্রার্থীরা যখন কাগজপত্র জমা দেই, তখন প্রতিটি মামলার কথা উল্লেখ করি।

তাহলে মনোনয়ন বৈধ ঘোষণা করার পর ওই প্রার্থী যখন বের হন তখন তাকে অনুসরণ করে গ্রেপ্তার করা হলো কেন?

যেকোনো হুমকিতে ভয় পান না বলেও সাংবাদিকদের জানান সাদেক হোসেন খোকা পুত্র।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর